ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা 

নোয়াখালী: বসুরহাটে আলোচিত আওয়ামী লীগের আবদুল কাদের মির্জা বেসরকারিভাবে মেয়র পদে বিজয়ী হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম জানান, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবদুল কাদের মির্জা ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী এক হাজার ৭৭৮ ভোট পেয়েছেন।

নানা কারণে দেশব্যাপী আলোচিত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।  

এরআগে, সকাল ৮টা থেকে পৌরসভার ৯ কেন্দ্রে একযোগে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন শুরু হয়েছে। বিরতিহীনভাবে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

প্রসঙ্গত, নানা কারণে আলোচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের নির্বাচনী এলাকা হওয়ায় সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে বসুরহাট পৌরসভা।

১৯৯০ সালে প্রতিষ্ঠিত বসুরহাট পৌরসভার মোট জনসংখ্যা প্রায় ৪০ হাজার। ভোটার সংখ্যা ২১ হাজার ১১৫ জন। যার মধ্যে নারী ভোটার ১০  হাজার ৪৯৪  জন, পুরুষ ভোটার ১০  হাজার ৬২১ জন ।

বসুরহাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী, জামাত সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী মোশারফ হোসেনসহ ৩ জন, কাউন্সিলর পদে ২৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জনসহ মোট ৩৫ জন প্রার্থী একে অন্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।