ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২০
মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী

মাদারীপুর: মাদারীপুর জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুনির চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।  

রোববার (৪ অক্টোবর) সকালে জেলা রিটার্নিং কর্মকতা জিয়াউর রহমান বিষয়টি জানান।

এরআগে, শনিবার (০৩ অক্টোবর) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল। এছাড়া জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে অন্যকোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেনি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিয়াজউদ্দিন খানের মৃত্যুর ফলে আসনটি শূন্য হয়। আগামী ২০ অক্টোবর এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মাদারীপুর সহকারী রির্টানিং কর্মকর্তা বিকাশ চন্দ্র দে বলেন, শনিবার ছিল জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। রোববার সকালে জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ প্রার্থী মুনির চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সব নথিপত্র গেজেটের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।