ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপ-নির্বাচন

পাইকগাছায় দলীয় মনোনয়ন পেতে আ’লীগের ৭ প্রার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
পাইকগাছায় দলীয় মনোনয়ন পেতে আ’লীগের ৭ প্রার্থী

খুলনা: খুলনার পাইকগাছা উপজেলার উপ-নির্বাচন সামনে রেখে ক্ষমতাশীন দল আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ শুরু হয়েছে।  

নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার, চায়ের দোকান ও গ্রামে গ্রামে গিয়ে সাধারণ ভোটারদের কাছে দোয়া প্রার্থনাসহ মতবিনিময়, পথসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তারা।

তবে নির্বাচনে বিএনপি কিংবা অন্য কোনো দলের অংশগ্রহণ নিয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। চলতি বছরের ১৭ জুলাই উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী করোনা উপসর্গ নিয়ে মারা গেলে উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য হয়।

দলীয় সূত্রে জানা গেছে, এখানে আওয়ামী লীগের ৭জন দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  

এরা হলেন-উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমীরণ সাধু, সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আ’লীগের সাবেক সম্পাদক মো. রশীদুজ্জামান, আওয়ামী লীগ জেলা সদস্য শেখ মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ আবুল কালাম আজাদ ও শেখ ফরহাদ হোসেন তুষার।

উল্লেখ্য, ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে পাইকগাছা উপজেলা গঠিত। গত ২০১৯ সালের ৩১ মার্চ উপজেলা নির্বাচনে গাজী মোহাম্মদ আলী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন।  

এ নির্বাচনে একই দলের ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।