ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

পাইকগাছার লতা ইউপিতে চিত্তরঞ্জন চেয়ারম্যান নির্বাচিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
পাইকগাছার লতা ইউপিতে চিত্তরঞ্জন চেয়ারম্যান নির্বাচিত চিত্তরঞ্জন মণ্ডল

খুলনা: খুলনার পাইকগাছার লতা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী চিরকুমার চিত্তরঞ্জন মণ্ডল বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী দেবী রানি বিশ্বাস দেড় হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।

পাইকগাছা মৎস্য কর্মকর্তা ও লতা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার পবিত্র কুমার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

তিনি বাংলানিউজকে বলেন, আনারস প্রতীকে ৩ হাজার ৩৪৩ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। নিকটতম আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দেবী রানি বিশ্বাস পেয়েছেন ১ হাজার ৭৪৬ ভোট।

লতা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দিবাকর বিশ্বাসের মৃত্যুতে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।