ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কোম্পানীগঞ্জে একই পরিবারে ৩ চেয়ারম্যান প্রার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
কোম্পানীগঞ্জে একই পরিবারে ৩ চেয়ারম্যান প্রার্থী প্রতীক বরাদ্দ অনুষ্ঠান, ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জে একই পরিবারের তিনজন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

তিন প্রার্থীরা হলেন- উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল বাছিত, তার ছেলে দলের বিদ্রোহী আরেক প্রার্থী আলোচিত যুবলীগ নেতা শামীম আহমদ, তার স্ত্রী জরিনা বেগম।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রিটানিং কর্মকর্তার কাছ থেকে তারা তিনজনেই প্রতীক নিয়েছেন।

তাদের তিনজনেই মার্কা হিসেবে আনারস দাবি করেন। পরে লটারির মাধ্যমে আনারস প্রতীক  পান কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ নেতা শামীম আহমদ। লটারিতে তার স্ত্রী জরিনা বেগম পেয়েছেন মোটরসাইকেল।

এদিকে একই পরিবারে ৩ জন প্রার্থী হওয়া নিয়ে কোম্পানীগঞ্জে চলছে তুমুল আলোচনা।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।