ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

পটুয়াখালী পৌরসভায় আ’লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
পটুয়াখালী পৌরসভায় আ’লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

পটুয়াখালী: পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও দি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মহিউদ্দিন আহম্মদ বিজয় লাভ করেছেন।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা বেসরকারিভাব বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।

জানা যায়, ২১টি কেন্দ্রে ১৮ হাজার ৩২৬ ভোট পেয়ে মহিউদ্দিন আহম্মদ জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের নৌকা প্রতীকের কাজী আলমগীর হোসেন পেয়েছেন ২৯৮৫ ভোট।  

এদিকে, এ নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং কাউন্সিলর পদে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে, সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।