ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

স্মার্ট এনআইডি প্রত্যেক নাগরিকের জন্য অপরিহার্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুন ৭, ২০১৮
স্মার্ট এনআইডি প্রত্যেক নাগরিকের জন্য অপরিহার্য স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে বক্তব্য রাখছেন প্রধান অতিথি। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এখন মানুষের জীবনের একটি অপরিহার্য বিষয়। লেখাপড়া, বিয়ে, পাসপোর্ট, চাকরি সব ক্ষেত্রেই স্মার্ট এনআইডি অবশ্যম্ভাবী হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (৭ জুন) বেলা ১২টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে প্রায় ২ লাখ ১২ হাজার ৮৬৬ জনের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

তিনি আরও বলেন, এখন থেকে সরকারের যেকোন সুযোগ সুবিধা গ্রহণে প্রত্যেক নাগরিকের স্মার্ট জাতীয় পরিচয়পত্র দরকার হবে।

 

পটুয়াখালী জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্মার্ট কার্ড প্রকল্পের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুল ইসলাম, পটুয়াখালী পুলিশ সুপার মইনুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বিশিষ্টা ব্যক্তিরা।  

অনুষ্ঠানে প্রধান অতিথি কেএম নূরুল হুদা মুক্তিযোদ্ধাসহ সুশীল সমাজের ২০ জন নাগরিকের হাতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুন ০৭, ২০১৮
এমএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।