ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

খুলনায় খালেকের পক্ষে ভোট চাইলেন বিএফইউজের সভাপতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, মে ৭, ২০১৮
খুলনায় খালেকের পক্ষে ভোট চাইলেন বিএফইউজের সভাপতি খালেকের পক্ষে নির্বাচনী প্রচারণায় সাংবাদিক নেতারা, ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনার সুষম সামগ্রিক উন্নয়নে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।

একই সঙ্গে তিনি আসন্ন সিটি নির্বাচনে খুলনা মহানগরীর সুষম উন্নয়নের স্বার্থে তালুকদার আব্দুল খালেকের মতো একজন সৎ,কর্মঠ ও নিষ্ঠাবান ব্যক্তিত্বসম্পন্ন মানুষকে সমর্থন দেওয়ায় সচেতন সাংবাদিক সমাজকে অভিনন্দন জানিয়েছেন।

সোমবার (০৭ মে) বেলা ১১টায় খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে সাংবাদিক সমাজের প্রচারাভিযানে অংশ নিয়ে ভোটারদের উদ্দেশে এ আহ্বান জানান তিনি।

এসময় সাংবাদিক নেতারা শেখ হাসিনার স্মৃতি বিজড়িত খুলনার সামগ্রিক উন্নয়নে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

মঞ্জুরুল আহসান বুলবুল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, অফিস, ব্যাংক-বীমা এলাকায় নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগে অংশ নিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার নেতৃত্বের দেশ আজ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। অপরদিকে স্বাধীনতাবিরোধীরা দেশের উন্নয়ন অগ্রগতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

তিনি বলেন, তালুকদার আব্দুল খালেক মেয়র নির্বাচিত হলে খুলনা মহানগরী আধুনিক শহরে পরিণত হবে।

গণসংযোগের সময় উপস্থিত ছিলেন- খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, একে হিরু, এস এম নজরুল ইসলাম, খুলনা প্রেস ক্লাবের সভাপতি মো. ফারুক আহমেদ, খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি এস এম জাহিদ হোসেন, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বিএফইউজের যুগ্ম মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার, নির্বাহী সদস্য আসাদুজ্জামান রিয়াজ, খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, সুবীর রায়, কেইউজের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট ফরিদ আহমেদ, খুলনা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ হেদায়েৎ হোসেন মোল্লা, হুমায়ুন কবির, দেবনাথ রণজিৎ কুমার রণো, রেজাউল করিম, ওয়াহেদ উজ্জামান বুলু, আব্দুল মালেক, আলমগীর হান্নান, সাঈদুজ্জামান সম্রাট, শেখ ইলিয়াস আহমেদ, তিতাস চক্রবর্তী, এস এম ফরিদ রানা, মহেন্দ্র নাথ সেন, নুর হাসান জনি, মিলন হোসেন, জয়নাল ফরাজী, বিমল সাহা, মেহেদী মাসুদ খান, আল মাহমুদ প্রিন্স, বাবলু রেজা, লিয়াকত হোসেন, কবিরুজ্জামান বাপ্পী, এস এম জাহিদ, আরাফাত হোসেন রাজু, নাজমুল হাসান, আতিয়ার রহমান, ওয়াহেদুজ্জামান, রীতা রানী, শরিফুল ইসলাম বনি, রায়হান মোল্লা, আহাদ আলী, আসাফুর রহমান কাজল, হেলাল, বাকের আহমেদ, আবুল বাশার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ০৭, ২০১৮
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।