ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

‘মান-মর্যাদা ধূলিসাৎ করতে চাই না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, মে ৩, ২০১৮
‘মান-মর্যাদা ধূলিসাৎ করতে চাই না’ সভায় বক্তব্য রাখছেন ইসি মাহবুব তালুকদার। ছবি: বাংলানিউজ

গাজীপুর: ‘আমরা আমাদের মান-মর্যাদা ধূলিসাৎ করতে চাই না। জনগণের পবিত্র আমানতের প্রতি শ্রদ্ধা রেখেই সুষ্ঠু নির্বাচন করে সবাইকে দেখিয়ে দিতে চাই, আমরা গণতন্ত্রের পক্ষে আছি এবং থাকবো। প্রশ্নবিদ্ধ নির্বাচন করে গাজীপুরবাসীকে পরাজিত দেখতে চাই না আমরা।’

বৃহস্পতিবার (মে ০৩) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মেয়র প্রার্থী, নির্বাচনী কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার এ কথা বলেন।

তিনি বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।

শুধু দেশবাসী নয়, বিশ্ববাসী এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। কারণ বিশ্ববাসী মনে করে যে, এ নির্বাচনের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে আমাদের যে কর্মক্ষমতা সেটা প্রমাণিত হবে। সেজন্য আমি এটুকু বলতে চাই যে, এ নির্বাচন কেবল গাজীপুরবাসী পর্যবেক্ষণ করছে তাই নয়, বিশ্ববাসীও পর্যবেক্ষণ করছে। ’

মাহবুব তালুকদার বলেন, ‘আমি একটা কথা বলতে চাই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হতে হবে। সবার জন্য সমান সুযোগ না থাকলে সে নির্বাচন অর্থবহ হবে না। নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে আমি নির্দেশ দিচ্ছি ধীরতার সঙ্গে নিরপেক্ষতা বজায় রাখুন। আইন-শৃঙ্খলার ব্যাপারে আমরা জিরো-টলারেন্স গ্রহণ করেছি। ’

প্রার্থীদের উদ্দেশে ইসি বলেন, ‘আপনারা আচরণ-বিধি লঙ্ঘন করবেন না। আচরণ-বিধি লঙ্ঘিত হলে আমরা আপনাদের প্রার্থিতা বাতিল করতে পারি। এ ধরনের পরিস্থিতে আমাদের ফেলবেন না। ’

এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটের আগের দিন রাতে ব্যালট পেপার ছিনতাই হবে, ব্যালট বই ছিনিয়ে নিয়ে সিল মেরে বাক্সে ঢুকানো হবে এমন অবস্থায় আপনারা কঠোর ব্যবস্থা নেবেন। নির্বাচনের এই কালচার আর চলতে দেওয়া হবে না। ভোটারদের কেন্দ্রে আসা-যাওয়া নিশ্চিত করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

উপস্থিত ছিলেন, যুগ্ম-সচিব খোন্দকার মো. মিজানুর রহমান, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল, গাজীপুর সিটি করপোরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম রাহাতুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জামিল হাসান, মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম, মো. রুহুল আমিন, ফজলুর রহমান, ফরিদ আহমদ, মো. জালাল উদ্দিন, নাসির উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ০৩, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।