ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

আ.লীগের বিষয়ে ইসি সিদ্ধান্ত নেবে না: সিইসি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
আ.লীগের বিষয়ে ইসি সিদ্ধান্ত নেবে না: সিইসি  অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: বাংলানিউজ

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আওয়ামী লীগের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশন (ইসি) কোনো সিদ্ধান্ত নেবে না। এ বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত হবে বলে গণমাধ্যমে শুনেছি।

 

রোববার (২৬ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) টক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

একজন উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না, যদি আওয়ামী লীগ না আসে নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা এ বিষয়ে সাংবাদিকরা জানাতে চাইলে সিইসি বলেন, তফসিল ঘোষণা হলে সে সময় যতগুলো দল নিবন্ধিত থাকে আমরা তাদের নিয়ে নির্বাচন করি। এখন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে নিবন্ধনের ধরন পাল্টে যাবে। যেটা বলতে চাই, শুধু আওয়ামী লীগ নয়, তফসিল পর্যন্ত যারা নিবন্ধিত থাকবে, অপেক্ষা করছি ওই পর্যন্ত। তফসিল ঘোষণার আগ পর্যন্ত, কতটা পার্টি নিবন্ধিত থাকে আমরা দেখতে চাই। অপেক্ষা না করে তো বোঝা যাচ্ছে না।  

তিনি বলেন, রাজনৈতিক বিতর্ক চলছে আওয়ামী লীগ নিয়ে। আমরা দেখতে চাই কীভাবে সমাধান হয়। আমরা প্রধান উপদেষ্টার অফিস থেকে শুনেছি যে, আওয়ামী লীগ নির্বাচন করবে, কি করবে না এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে। আমরা তা মিডিয়াতে দেখেছি। আপনারাও দেখেছেন হয়তো। তবে এ সিদ্ধান্ত ইসি নেবে না।

নিবন্ধনের এখতিয়ার তো ইসির এমন বিষয় উত্থাপন করা হলে সিইসি আরও বলেন, এ জন্যই তো বললাম আইন তো ফিক্স হয়নি। সুপারিশ কতগুলো গ্রহণযোগ্য হবে আমি জানি না। ইসির জন্য দিক নির্দেশনা কি হবে সেটা তো আমি এখনো জানি না। এটা এখনো চূড়ান্ত হয়নি।  

নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠনের (আরএফইডি) সভাপতি একরামুল হক সায়েমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।  

আরও পড়ুন>>

>>> ইসির এখতিয়ারে অন্য কারো হস্তক্ষেপ নয়: সিইসি

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।