ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিলেট বিভাগের ১০ উপজেলায় বেলা বাড়ার সঙ্গে বেড়েছে ভোটার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মে ২৯, ২০২৪
সিলেট বিভাগের ১০ উপজেলায় বেলা বাড়ার সঙ্গে বেড়েছে ভোটার

সিলেট: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সিলেট জেলার তিনটিসহ বিভাগের ১০টি উপজেলায় শান্তিপূর্ণ ভাবে চলছে ভোট গ্রহণ।  

বুধবার (২৯ মে) বৈরী আবহাওয়ায়ও্ সকাল থেকে ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

 

সিলেটের তিন উপজেলায় ভোটযুদ্ধে লড়ছেন ৪৫ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ভোটে লড়ছেন। এই তিন উপজেলার তিন লাখ ২৩ হাজার ভোটার ১৪০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।  

কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, সকালের দিকে ভোটারদের ‍উপস্থিতি ছিল খুবই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন।  

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটের পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য মাঠে অবস্থান করছেন। কেন্দ্রে কেন্দ্রে পুলিশ, আনসার ও ভিডিপি ছাড়াও স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম, এপিবিএন, বিজিবি ও নির্বাহী এবং বিচারিক ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে টিম টহলরত অবস্থায় রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মে ২৯, ২০২৪
এনইউ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।