ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

জয়পুরহাট-২ আসনে স্বপন জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
জয়পুরহাট-২ আসনে স্বপন জয়ী

জয়পুরহাট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবু সাইদ আল মাহমুদ স্বপন এক লাখ ৫১ হাজার ১২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাচি প্রতীকের গোলাম মাহফুজ চৌধুরী অবসর পেয়েছেন ৩২ হাজার ৫৪১ ভোট।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে রাত ৯টা ২৫ মিনিটে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (ডিসি) সালেহীন তানভীর গাজী এ ফল ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৫০৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।