ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সাতক্ষীরা-৩ আসনে বিপুল ভোটে নৌকার ডা. রুহুল হকের জয় 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
সাতক্ষীরা-৩ আসনে বিপুল ভোটে নৌকার ডা. রুহুল হকের জয়  ডা. আ ফ ম রুহুল হক

সাতক্ষীরা: সাতক্ষীরা-৩ (দেবহাটা, আশাশুনি, কালিগঞ্জের আংশিক) আসনে নৌকার প্রার্থী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক বিপুল ভোটে জয়ী হয়েছেন।  

তিনি ১ লাখ ৭৩ হাজার ৮৭৩ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) আলিপ হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৪৭৩ ভোট।  

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে রাত সাড়ে ১০টায় এ ফলাফল ঘোষণা করা হয়।

কালিগঞ্জ উপজেলা কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার অনুজ গাইন, দেবহাটার ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার আসাদুজ্জামান ও আশাশুনির ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার রনি আলম নুর পৃথকভাবে এ ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সাতক্ষীরা-৩ আসনের অন্যান্য প্রার্থীদের মধ্যে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) আব্দুল হামিদ আম প্রতীকে ৪ হাজার ১৮৩ ভোট, জাকের পার্টির মঞ্জুর হাসান গোলাপ ফুলে ১ হাজার ৮৫৫ ভোট, তৃণমূল বিএনপির রুবেল হোসেন সোনালী আঁশ প্রতীকে ৮৪৭ ভোট, সাম্যবালী দলের তারিকুল ইসলাম চাকা প্রতীকে ৭৭৮ ভোট পেয়েছেন।  

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।