ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

জামালপুর-৩: টানা সপ্তম বারের মতো জয়ী মির্জা আজম 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
জামালপুর-৩: টানা সপ্তম বারের মতো জয়ী মির্জা আজম  মির্জা আজম

জামালপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের মাধ্যমে টানা সপ্তম বারের মতো জামালপুর-৩ আসনে জয়ী হলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।  

রোববার (৭ জানুয়ারি) রাত ৯টার দিকে বেসরকারিভাবে জেলা রিটার্নিং কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।

মেলান্দহ-মাদারগঞ্জ দুই উপজেলা নিয়ে গঠিত এ আসনে ১৫৩টি ভোটকেন্দ্রে ২ লাখ ৭৬ হাজার ৪৫৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের মীর সামসুল আলম পেয়েছেন ৭ হাজার ৪৭০ ভোট। এবং আরেক প্রার্থী বাইসাইকেল প্রতীকের মো. নজরুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৫৩৫ ভোট।  

জামালপুরের এ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ১ হাজার ৮১৯ জন ভোটার। মির্জা আজম যুবলীগের দুইবারের সাধারণ সম্পাদক ছিলেন সংসদের হুইপ ছিলেন একবার, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ছিলেন।  

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।