ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কোথাও কোনো ঝামেলা হচ্ছে না: ডিবি প্রধান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
কোথাও কোনো ঝামেলা হচ্ছে না: ডিবি প্রধান  ছবি রাজীন চৌধুরী

ঢাকা: ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, দেশে অনেকগুলো কেন্দ্র। দুই একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে।

যেখানেই কোনো ঘটনা ঘটছে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী সামাল দিচ্ছে।  

রোববার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁও-এ সরকারি সংগীত কলেজের কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।  

তিনি বলেন, মানুষ নির্বিঘ্নে ঘর থেকে বের হয়ে ভোটকেন্দ্রে যাচ্ছেন। উত্তরা, ওয়ারী, লালবাগ, রমনা ডিভিশন ঘুরে আমি ভোট দিলাম তেজগাঁও ডিভিশনে। সব জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। হরতালের কারণে মানুষ ঘরে বসে নেই সবাই ঘর থেকে বেরিয়ে এসে ভোট দিচ্ছেন। নির্বাচনে একটু সামান্য ঘটনা ঘটতেই পারে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে। সব জায়গায় মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।  

এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, সারাদেশে অনেকগুলো কেন্দ্র। সেখানে এক দুটি জায়গায় সাধারণভাবে বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। ইউনিয়ন পরিষদ বা যে কোনো নির্বাচনে ঘটনা ঘটতে পারে। জাতীয় নির্বাচনে এমন ঘটনা ঘটতেই পারে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা। তারপরও সব জায়গায় পুলিশ আছে আইনশৃঙ্খলা বাহিনী, ডিবি  আছে। যেখানেই ঘটনা ঘটছে  তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী সামাল দিচ্ছে। কোথাও কোনো ঝামেলা হচ্ছে না।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এমএমআই/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।