ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

জাপার হাওলাদার, নৌকার হাবিবের প্রার্থিতা বৈধই থাকলো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
জাপার হাওলাদার, নৌকার হাবিবের প্রার্থিতা বৈধই থাকলো

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমীন হাওলাদার ও সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমানের প্রার্থিতা বাতিলের আবেদন নামঞ্জুর করেছেন নির্বাচন কমিশন (ইসি)। অর্থাৎ তাদের প্রার্থিতা বৈধই থাকলো।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন আপিল আবেদন শুনানি শেষে এ রায় দেন।

রুহুল আমীন হাওলাদারের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর পরিশোধ না করার অভিযোগ ছিল। আর হাবিবুর রহমানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ ছিল।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩    
ইইউডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।