ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বাতিল চান নৌকার প্রার্থী শাম্মী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বাতিল চান নৌকার প্রার্থী শাম্মী পঙ্কজ দেবনাথ

ঢাকা: বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ।

শনিবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) শাম্মী আহমেদের প্রতিনিধি খালেদ মাসুদ আপিল আবেদনটি করেন।

আপিল আবেদনে পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে তিনি হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ করেন।

গত ৩ ডিসেম্বর বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের পাল্টাপাল্টি অভিযোগের কারণে তাদের মনোনয়নপত্র বাছাই স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। পরেরদিন তাদের ব্যাপারে শুনানি শেষে দ্বৈত নাগরিকত্বের কারণে শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিল এবং পঙ্কজ দেবনাথের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৩
ইইউডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।