ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

মৌলভীবাজার-৩ নির্বাচনী আসন থেকে বাদ পাঁচজন

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
মৌলভীবাজার-৩ নির্বাচনী আসন থেকে বাদ পাঁচজন

মৌলভীবাজার: মৌলভীবাজার-৩ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ১১ প্রার্থী। তাদের মধ্যে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

কাগজপত্র ও তথ্যে ত্রুটির কারণে বাতিল করে দেওয়া হয়েছে পাঁচজনের ফরম।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

প্রার্থিতা বাতিল হলেও এর বিরুদ্ধে আপিলের সুযোগ পাচ্ছে বাদ পড়া মনোনয়ন দাখিলকারীরা। এ ব্যাপারে জেলা প্রশাসক উর্মি বলেন, আগামী ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর প্রার্থীরা এ ঘোষণার বিপরীতে আপিল করতে পারবেন। আপিলের রায় ১৫ ডিসেম্বরের মধ্যে জানাবে।

তিনি বলেন, মৌলভীবাজার-৩ আসনে মনোনয়ন দাখিলকারী ১১ জনের মধ্যে ছয়জন বৈধ। বাকিদের কাগজপত্র ও তথ্যে ত্রুটি ছিল।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম, বাংলাদেশ ইসলামি ঐক্যফ্রন্টের মো. আব্দুর রউফ, জাকের পার্টির মো. আব্দুল কাইয়ুম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ফাহাদ আলম এবং স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান।

মনোনয়ন বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শিল্পপতি মো. জিল্লুর রহমান, জাসদ নেতা আব্দুল মোসাব্বির, ওয়ার্কাস পার্টির তাপস কুমার ঘোষ, জাতীয় পার্টির দুই নেতা রুহুল আমিন, আলতাফুর রহমান এবং এনপিপির মো. আবু বকর।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
বিবিবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।