ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

নেত্রকোনার ৫ আসনে ২৩ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ১৩ জনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
নেত্রকোনার ৫ আসনে ২৩ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ১৩ জনের

নেত্রকোনা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার পাঁচটি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। এতে স্বতন্ত্র (আওয়ামী লীগের) প্রার্থীসহ মোট ১৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

আর আওয়ামী লীগ মনোনীত পাঁচ প্রার্থীসহ মোট ২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম।  

এসময় মনোনয়নপত্রে প্রার্থী ও প্রস্তাবকারী, সমর্থনকারীর স্বাক্ষর না থাকা, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষর বা টিপসই না থাকা, ঋণখেলাপি, বিল বকেয়া থাকার কারণে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে স্বতন্ত্রসহ দুজনের মনোনয়নপত্র বাতিল হয়, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে তিনজনের, নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে তিনজনের, নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে দুজনের এবং নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়।  

যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা হলেন নেত্রকোনা-১ (কলমাকান্দা -দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দিন ও জাকের পার্টির প্রার্থী মো. ছমির উদ্দিন।  

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে স্বতন্ত্র প্রার্থী সুব্রত সরকার, ন্যাশনাল পিপল পার্টির মো. আমজাদ হোসেন ঠাকুর, বাংলাদেশ কংগ্রেসের মাজহারুল ইসলাম খান।  

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আব্দুল মতিন, ন্যাশনাল পিপল পার্টির প্রার্থী আসাদুজ্জামান খান ও কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রিগ্যান আহমেদ।  

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের স্বতন্ত্র প্রার্থী নব্বইয়ের গণআন্দোলনের অন্যতম নেতা শফী আহমেদ ও তৃণমূল বিএনপির প্রার্থী মোহাম্মদ আল মামুন।  

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মো. মিছবাহুজ্জামান চন্দন ও যুবলীগ নেতা মো. মাজহারুল ইসলাম সোহেল ফকির।

যাদের মনোনয়নপত্র বৈধ, তারা হলেন নেত্রকোনা-১ (কলমাকান্দা-দূর্গাপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোশতাক আহমেদ রুহী, জাতীয় পার্টির প্রার্থী গোলাম রব্বানী, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের প্রার্থী আহমদ শফি ও স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা।

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে আওয়ামী লীগের প্রার্থী সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জাতীয় পার্টির মোছা. রহিমা আক্তার আসমা সুলতানা, জাকের পার্টির মানিক চন্দ্র সরকার, ইসলামী ঐক্যজোট প্রার্থী মো. ইলিয়াস, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী এ বি এম রফিকুল হক তালুকদার এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) অসীম কুমার উকিল, জাতীয় পার্টির জসীম উদ্দিন ভুঁইয়া, জাকের পার্টির মো. সুরুজ আলী, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. এহতেসাম সারওয়ার, তৃণমূল বিএনপির মিজানুর রহমান খান, স্বতন্ত্র হিসেবে সাবেক সংসদ সদস্য ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু ও সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী।

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাজ্জাদুল হাসান, জাতীয় পার্টির লিয়াকত আলী খান অ্যাডভোকেট ও জাসদের মো. মুশফিকুর রহমান।

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী আহমদ হোসেন, জাতীয় পার্টির ওয়াহিদুজ্জামান আজাদ ও তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুল ওয়াহাব হামিদী।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।