ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বরিশালের ছয় আসনে মনোনয়নপত্র নিয়েছেন ৪৭ প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
বরিশালের ছয় আসনে মনোনয়নপত্র নিয়েছেন ৪৭ প্রার্থী

বরিশাল: জাতীয় সংসদ নির্বাচনের আমেজ বইতে শুরু করেছে গোটা দক্ষিণাঞ্চলজুড়ে। জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার জন্য সময় আছে আর একদিন।

এরই মধ্যে প্রার্থিতায় চমকও দেখা দিয়েছে জেলার ৬টি আসন ঘিরেই।

এরই মধ্যে ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বরিশাল-১ আসনে দুজন, বরিশাল-২ আসনে ১২ জন, বরিশাল-৩ আসনে আটজন, বরিশাল-৪ আসনে তিনজন, বরিশাল-৫ আসনে আটজন ও বরিশাল-৬ আসনে সর্বোচ্চ ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এরমধ্যে বরিশাল-২ আসনে নকুল কুমার বিশ্বাস, বরিশাল-৫ আসনে সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও পাশাপাশি দুটি আসন থেকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় পার্টির ইকবাল হোসেন এবং বরিশাল-৬ আসনে সর্বোচ্চ ৮ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে আলোচনার সৃষ্টি করেছেন।

সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একাদশ জাতীয় সংসদের সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সেকান্দার আলী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বরিশাল-২ আসনে তৃণমূল বিএনপি থেকে মো. শাহজাহান সিরাজ, আওয়ামী লীগের মনোনীত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, জাকের পার্টি মনোনীত স্বপন মৃধা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত মো. জহরুল ইসলাম, জাতীয় পার্টি মনোনীত রঞ্জিত কুমার বাড়ৈ, জাতীয় পার্টির মো. ইকবাল হোসেন, জাতীয় পার্টির ব্যারিস্টার আলবার্ট বাড়ৈ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত সাহেব আলী, কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত নকুল কুমার বিশ্বাস, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র মো. মনিরুল ইসলাম, স্বতন্ত্র এ কে ফাইজুল হক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বরিশাল-৩ আসনে জাতীয় পার্টি মনোনীত একাদশ জাতীয় সংসদের সদস্য গোলাম কিবরিয়া টিপু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত টিপু সুলতান, জাকের পার্টি মনোনীত মিজানুর রহমান বাচ্চু, আওয়ামী লীগ মনোনীত সরদার মো. খালেক হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, তৃণমূল বিএনপির শাহানাজ হোসেনসহ স্বতন্ত্র ড. মোহাম্মদ আমিনুল হক ও মো. আতিকুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বরিশাল-৪ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মিজানুর রহমান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আসাদুজ্জামান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বরিশাল-৫ আসনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত আবদুল হান্নান সিকদার, আওয়ামী লীগ মনোনীত একাদশ জাতীয় সংসদের সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, জাকের পার্টি মনোনীত মো. আবুল হোসেন, জাতীয় পার্টি মনোনীত মো. ইকবাল হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মাহতাব হোসেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আসাদুজ্জামানসহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও মো. সালাউদ্দিন রিপন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বরিশাল-৬ আসনে জাসদের মনোনীত মোহাম্মদ মোহসিন, জাতীয় পার্টি মনোনীত একাদশ জাতীয় সংসদের সদস্য নাসরিন জাহান রতনা, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত মো. মোশারফ হোসেন, জাকের পার্টি মনোনীত হুমায়ুন কবির সিকদার, আওয়ামী লীগ মনোনীত আবদুল হাফিজ মল্লিক, বাংলাদেশ কংগ্রেসের মো. মাইনুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

পাশাপাশি এই আসনে সর্বোচ্চ সংখ্যক ৬ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন—সাবেক বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান খান আলতাফ হোসেন, মো. জাকির হোসেন খান সাগর, মো. নুর এ আলম সিকদার, মো. শাহরিয়ার মিঞা, রাজিব আহম্মেদ তালুকদার, মো. শাহবাজ মিঞা, মো. কামরুল ইসলাম খান ও মোহাম্মদ শামসুল আলম।

বরিশালের ৬ আসনে এ পর্যন্ত ৪৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তাদের মধ্যে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।