ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিএনপির ছয় শূন্য আসনে তফসিল হতে পারে রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
বিএনপির ছয় শূন্য আসনে তফসিল হতে পারে রোববার ফাইল ছবি

ঢাকা: বিএনপির ছয় সদস্য পদত্যাগ করায় একাদশ জাতীয় সংসদের শূন্য ছয় আসনের নির্বাচনের তফসিল হতে পারে আগামী রোববার (১৮ ডিসেম্বর)। এক্ষেত্রে জানুয়ারির শেষের দিকে হতে পারে ভোট।

বুধবার (১৪ ডিসেম্বর) কমিশন সভার অফিস আদেশ জারি করেছে নির্বাচন কমিশন। এতে বলা হয়েছে, ইসির সভাকক্ষে রোববার বেলা ১১টায় সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

অফিস আদেশে উক্ত সভায় ছয় শূন্য আসন নিয়ে আলোচনা হবে বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলপবাগ মাঠে আয়োজিত সমাবেশ থেকে বিএনপির সাত এমপি পদত্যাগের ঘোষণা দেন। এরপর গত রোববার (১১ ডিসেম্বর) দুপুরে শূন্য ঘোষিত ওই ছয়টি আসনের মধ্যে পাঁচটির সদস্য সশরীরে স্পিকারের কাছে ছয়জনের পদত্যাগপত্র জমা দেন। তবে একজন ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বিধায় তার পদত্যাগ পত্র গ্রহণ হয়নি।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
ইইউডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।