ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

‘সুনাগরিক হতে হলে সত্যিকারের মানুষ হতে হবে’

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
‘সুনাগরিক হতে হলে সত্যিকারের মানুষ হতে হবে’

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রোভার স্কাউট সদস্যদের উদ্দেশে উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেছেন, ‘সুনাগরিক হতে হলে আগে সত্যিকারের মানুষ হতে হবে। ’

উপ উপাচার্য বলেন, ‘স্কাউটস সদস্যদের প্রথম কাজ নাগরিকদের সেবাদান করা।

নাগরিকসেবা দেওয়ার জন্য স্কাউট সদস্যদের সব সময় প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, আমাদেরকে প্রতিনিয়ত একই ভুল করা চলবে না। ভুলগুলো শুধরে নিয়ে নিজেদেরকে সংশোধন করতে হবে এবং প্রত্যেককে নিজ নিজ-নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে।

রোববার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে অনুষ্ঠিত গ্লোবাল সিটিজেনশিপ অ্যান্ড সিভিক অ্যাডুকেশন শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনকালে এ কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, সচেতনতা, সুশৃংখলতা ও মানবিকতার আদর্শ ধারণ করে স্কাউট সদস্যদের সুনাগরিক হিসেবে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে।

রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহর সভাপতিত্বে অনুষ্ঠানে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাগত বক্তব্য দেন।

এছাড়াও বিএনসিসির প্রধান সমন্বয়কারী কর্মকর্তা প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন বক্তব্য দেন।  অনুষ্ঠানের সঞ্চালনা করেন এসএএইচ ওয়ালিউল্লাহ।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।