ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইবির সাদ্দাম হোসেন হল

পানির অভাবে বন্ধ হওয়ার উপক্রম ডাইনিংয়ের রান্না!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
পানির অভাবে বন্ধ হওয়ার উপক্রম ডাইনিংয়ের রান্না!

ইবি: কেন্দ্রীয় পাম্পের সমস্যা থাকায় টানা এক সপ্তাহ ধরে পানির সমস্যায় ভুগছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের শিক্ষার্থীরা।  

সাপ্লাইয়ের পানি মাঝে মাঝে যে পরিমাণ আসে তাও প্রয়োজনের তুলনায় একেবারেই কম।

পানির সমস্যার প্রভাব পড়েছে হলের ডাইনিংয়েও।

জানা যায়, গত এক সপ্তাহ ধরে পানির সমস্যার কারণে হলের সাড়ে ৪শ শিক্ষার্থীর রান্না চলছে টিউবয়েলের পানি দিয়ে। ডাইনিংয়ে সাপ্লাইয়ের পানি প্রয়োজন মতো না আসায় কষ্টে রান্না করছেন বলে জানিয়েছেন ডাইনিং ম্যানেজার। আবার খাবার শেষে হাত ধোয়ার জন্য লাইন ধরে টিউবয়েলে ভিড় করতে হচ্ছে শিক্ষার্থীদের।

গত এক সপ্তাহ ধরে ডাইনিংয়ের সামনের টিউবয়েলের পানিতেই চলছিল রান্না ও শিক্ষার্থীদের প্লেট-হাত ধোয়ার কাজ। আবার এ টিউবয়েল থেকেই মিটছিলো খাবার পানির চাহিদা। ডাইনিংয়ের সামনের টিউবয়েলের উপর অতিরিক্ত চাপ পড়ায় সোমবার (২১ নভেম্বর) টিউবয়েল বিকল হয়ে যায়।
 
আর টিউবয়েল নষ্ট হয়ে যাওয়ার ফলে বন্ধ হওয়ার উপক্রম ডানিংয়ের রান্নার কাজ। ডাইনিংয়ের রান্নার কাজ চালিয়ে নিতে বাধ্য হয়ে ভ্যানে করে হল গেটের সামনের টিউবয়েল থেকে পানি আনতে হচ্ছে বলে ডাইনিংয়ের কর্মচারীরা জানিয়েছেন। পাশাপাশি শিক্ষার্থীরাও পড়েছে দুর্ভোগে।  

হলের আবাসিক শিক্ষার্থী শাহিন হোসেন বলেন, গত এক সপ্তাহ ধরে পানির সমস্যায় ভুগছে হলের শিক্ষার্থীরা তবুও প্রশাসন নীরব। হলের ডাইনিং রুমে রান্না হচ্ছে টিউবওয়েলের পানি দিয়ে। আজকে সেই টিউবয়েলও নষ্ট হয়ে গেছে। পানি না থাকায় খাবার শেষে হাত ধোয়া নিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছি। দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

হলের ডাইনিং ম্যানেজার আবেদ খান বলেন, কয়েকদিন ধরে পানি নেই। হলের ৪টা ট্যাপ ভেঙে গেছে। একমাত্র ভরসা টিউবওয়েলের পানি দিয়েই রান্না ও খাওয়ার কাজ চালানো হচ্ছিল। আজ সেই টিউবয়েলও নষ্ট হয়ে গেছে।

হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাম্প নষ্ট হয়ে যাওয়াই পুরো ক্যাম্পাসেই পানির সমস্যা। আমরা হলের সাবমার্সিবল পাম্প থেকে পানি সরবরাহ করার চেষ্টা করছি। আর টিউবয়েলটি অনেক পুরাতন হওয়াই ভেঙে গেছে। খুব শিগগিরই নতুন টিউবয়েল কিনে লাগানো হবে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।