ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

লক্ষ্মীপুরে শিক্ষাবৃত্তি পেল ২২০ মেধাবী শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
লক্ষ্মীপুরে শিক্ষাবৃত্তি পেল ২২০ মেধাবী শিক্ষার্থী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ২২০ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ফায়ারফ্লাই’ শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।  

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে শহরের সোনার বাংলা চাইনিজ রেস্তোরায় আয়োজিত আলোচনা সভায় মেধাবীদের হাতে বৃত্তির সনদ ও ক্রেস্টসহ বিভিন্ন উপহার তুলে দেন অতিথিরা।

 

এর মধ্যে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে পঞ্চম শ্রেণির ছাত্রী জিন্নিরাহ আহমেদ ল্যাপটপ জিতে নিয়েছে।  

সিলেট ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) রুহুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চৌমুহনী সরকারি এসএ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জেড এম ফারুকী।  

বিশেষ অতিথি ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক অতিরিক্ত পরিচালক এম শামছুল আমিন, ফায়ারফ্লাই ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ রুপালী প্রভা নাথ, মান্দারী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও ফায়ারফ্লাই ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা নাসির উদ্দিনসহ অনেকে।  

আয়োজকরা জানান, লক্ষ্মীপুর ফায়ারফ্লাই ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে ও অগ্রণী ক্যাডেট কোচিংয়ের সহযোগিতায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ১ হাজার ৩২১ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে মেধা তালিকা অনুযায়ী ২২০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।