ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

শিক্ষা

রংপুর বিভাগে এইচএসসিতে পরীক্ষার্থী কমেছে ১৪ হাজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
রংপুর বিভাগে এইচএসসিতে পরীক্ষার্থী কমেছে ১৪ হাজার

রংপুর: আগামী ৬ নভেম্বর দেশব্যাপী এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার মোট ১ লাখ ১ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

 

গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১৫ হাজার ৭৯৫ জন। গত বছরের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ১৪ হাজার। ৬৭৪টি কলেজের শিক্ষার্থীরা ২০২টি কেন্দ্রে পরীক্ষা দেবেন। এবার ছাত্রের সংখ্যা বেশি। গত বছর ছাত্রীর সংখ্যা বেশি ছিল।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তোফাজ্জুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনাজপুর শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের ৭টি জেলার ৬৭৪টি কলেজের ১ লাখ ১ হাজার ৮৮২জন পরীক্ষার্থী ২০২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে ৫১ হাজার ৩২২ জন ছাত্র ও ৫০ হাজার ৫৬০ জন ছাত্রী রয়েছে। মানবিক বিভাগে ৬৭ হাজার ২৮৭ জনের মধ্যে ৩১ হাজার ১৮৫ জন ছাত্র ও ৩৬ হাজার ১০২ জন ছাত্রী, ব্যবসায় শিক্ষা বিভাগে ১০ হাজার ৩২১ জনের মধ্যে ৬ হাজার ৫৬৯ জন ছাত্র ও ৩ হাজার ৭৫২ জন ছাত্রী রয়েছে, বিজ্ঞান বিভাগে ২৪ হাজার ২৭৪ জনের মধ্যে ১৩ হাজার ৫৬৮ জন ছাত্র ও ১০ হাজার ৭০৬ জন ছাত্রী।

রংপুর জেলার ৩৯টি কেন্দ্রে ২২ হাজার ২৭১জন, দিনাজপুর জেলায় ৪২টি কেন্দ্রে ১৯ হাজার ৮৬১ জন, লালমনিরহাট জেলায় ১১টি কেন্দ্রে ৬ হাজার ৪৭৭ জন, গাইবান্ধায় ৩০টি কেন্দ্রে ১৪ হাজার ৫৯৬ জন, নীলফামারী জেলায় ২৪টি কেন্দ্রে ১২ হাজার ১৮৯ জন, কুড়িগ্রাম জেলায় ২৪টি কেন্দ্রে ১০ হাজার ৭৮৭ জন, পঞ্চগড় জেলায় ১২টি কেন্দ্রে ৬ হাজার ৩০৪ জন ও ঠাকুরগাঁও জেলায় ২০টি কেন্দ্রে ৯ হাজার ৩৯৭ জন পরীক্ষার্থী একসঙ্গে পরীক্ষায় অংশ নেবেন।

গত বছরের তুলনায় এবছর শিক্ষার্থী কমেছে ১৩ হাজার ৯১৩ জন। গত বছরের তুলনায় ৪টি কলেজের সংখ্যা বাড়লেও পরীক্ষাকেন্দ্র ১টি কমেছে। গত বছর ৬৭০টি কলেজ ছিল। আর পরীক্ষাকেন্দ্র ছিল ২০৩টি।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।