ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ছবি তুলতে এসে মারধরের শিকার বিশ্ববিদ্যালয় ছাত্রী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
ঢাবিতে ছবি তুলতে এসে মারধরের শিকার বিশ্ববিদ্যালয় ছাত্রী ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়: জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছবি তুলতে এসে মারধর ও হেনস্তার শিকার হয়েছেন বেসরকারি বিশ্ববাদ্যালয়ের এক ছাত্রী।  

সোমবার (৩১ অক্টোবর) দিনগত রাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভুক্তভোগী ছাত্রী তার আলোকচিত্রী নিয়ে ছবি তোলার সময় ঢাবির মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের কর্মী জিম তার এক বন্ধুকে নিয়ে ঘটনাস্থলে আসেন। তারা বহিরাগত অ্যাখ্যা দিয়ে এত রাতে ক্যাম্পাসে আসার কারণ জানতে চান। ব্যক্তিগত মোবাইল ফোন কেড়ে নিয়ে জেরা করেন এবং থাপ্পড় মারেন।

এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী বাংলানিউজকে বলেন, তারা আমার সঙ্গে অশালীন আচরণ করেন। প্রতিবাদ করলে আমাকে শারীরিকভাবে আঘাত করা হয়।

অভিযোগের বিষয়ে জিম বাংলানিউজকে বলেন, ওই ছাত্রী আমাকে আগে আঘাত করেন। আমার ফোন ভেঙে ফেলতে চান। আমার কাছে সব প্রমাণ আছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বাংলানিউজকে বলেন, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ কিংবা মোবাইলেও কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেবো।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।