ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

গোপালগঞ্জে ৫৭৮ শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
গোপালগঞ্জে ৫৭৮ শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের ৫৭৮ শিক্ষার্থীর মধ্যে ছাতা বিতরণ করা হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) সকালে জেলা সদর উপজেলা ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের গোবরা ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে ছাতাগুলো বিতরণ করা হয়।

অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান শেখ লূৎফার রহমান বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহসিন উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হামিদ এবং স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) ডিএলএফ ওয়াহিদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গোবরা ইউপি চেয়ারম্যান সফিকুর রহমান টুটুল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এলজিএসপি এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরগোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেখ ফজলুল হক মনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজী মোজাফফর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গিরিশ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৭৮ শিক্ষার্থীকে ছাতা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।