ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবির ফলিত রসায়ন বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
ঢাবির ফলিত রসায়ন বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. নূরনবী।

মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে তিন বছরের জন্য এই নিয়োগ দেন।

অধ্যাপক নূরনবী ঢাবির ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে বিএসসি (অনার্স) এবং এমএসসি পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীকালে তিনি যুক্তরাজ্যের লিডস্ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তিনি ২০১৩ সালে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে কমনওয়েলথ পোস্ট-ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন।  

১৯৯৮ সালে ঢাবির ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন অধ্যাপক নূরনবী। দীর্ঘ শিক্ষকতা জীবনে দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার প্রায় ৪০টি মৌলিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নাল অব অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’-এর প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
এসকেবি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।