ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ছাত্রলীগের ‘লাইটে তাকানোর’ শাস্তি, শিক্ষার্থী অজ্ঞান

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
ঢাবিতে ছাত্রলীগের ‘লাইটে তাকানোর’ শাস্তি, শিক্ষার্থী অজ্ঞান

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার (২৬ জানুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আকতারুল ইসলাম।

অভিযুক্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের কামরুজ্জামান রাজু, ইতিহাস বিভাগের হৃদয় আহমেদ কাজল, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ইয়ামিম ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের ওমর ফারুক শুভ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাইফুল ইসলাম এবং লোকপ্রশাসন বিভাগের সাইফুল ইসলাম রোমান। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

হল সূত্রে জানা গেছে, আকতারুলের বাবা স্ট্রোকের কারণে মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। অসুস্থতার কারণে ছাত্রলীগের নির্ধারিত গেস্টরুম (কথিত ম্যানার শেখার ক্লাস) এ অনুপস্থিত থাকেন। পরবর্তীতে তাকে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা হলের টিভিরুমে ডেকে ১০ মিনিট লাইটের দিকে তাকিয়ে থাকতে বলেন। এতে ওই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েন।  পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।  

এ ঘটনায় হল ছাত্রলীগের পদ প্রত্যাশী আবু ইউনুস ও রবিউল রানা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুল বাছির বাংলানিউজকে বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হবে। সেই আলোকে অভিযোগ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
এসকেবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।