ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বরিশালে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
বরিশালে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়লয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে অবস্থান কর্মসূচি করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে বসে তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন পোস্টার হাতে নিয়ে প্রতিবাদ জানান। এ সময় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা কমিটির সভাপতি রাহুল দাস, সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাকিন, সদস্য নুসরাত জাহান মীম, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সুজয় শুভ, ছাত্র ইউনিয়ন সদস্য জয়দেব সাহাসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা বলেন, একজন উপাচার্য নির্বিচারে সাধারণ শিক্ষাথীদের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে। তিনি শিক্ষার্থীদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। তার অধিকার নেই এখন আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাালয়ের উপাচার্যের পদে থাকার। তার পদত্যাগের জন্য শিক্ষার্থীদের আজ রাস্তায় নামতে হয়েছে। আমরা তার পদত্যাগ না করে ঘরে ফিরবো না।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।