ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে প্রতীকী অনশন করবে শিক্ষক নেটওয়ার্ক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
ঢাবিতে প্রতীকী অনশন করবে শিক্ষক নেটওয়ার্ক ...

ঢাকা বিশ্ববিদ্যালয়: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে প্রতীকী অনশন কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টা-৩টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় এ কর্মসূচি পালিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা বলেন, আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে গত কয়েকদিনে শাবিপ্রবিতে হওয়া হামলার  প্রতিবাদে শিক্ষার্থীদের প্রাণরক্ষার দাবিতে এবং তাদের ন্যায্য দাবির সমর্থনে দুপুর ১২টা-৩টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় একটি প্রতীকী অনশন করার সিদ্ধান্ত নিয়েছি।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এসকেবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।