ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাস্তায় বসে প্রতীকী পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
রাস্তায় বসে প্রতীকী পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

রাজশাহী: রাস্তায় বসেই প্রতীকী পরীক্ষা দিয়েছেন আন্দোলনরত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাগুলো শেষ করার দাবিতে তারা রোববার (২৩ জানুয়ারি) দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন।

 

বেলা ১১টার দিকে তারা প্রথমে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে জড়ো হন। এ সময় চলমান পরীক্ষাগুলো নেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন। একদিকে মানববন্ধন কর্মসূচি চলে, অন্যদিকে চলে বক্তব্য ও স্লোগান। একপর্যায়ে রাস্তায় বসেই প্রতীকী পরীক্ষা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কোর্সের চলমান পরীক্ষাগুলো দ্রুত নেওয়ার দাবি জানান। এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে শ্লোগান দেন তারা। পরীক্ষাগুলো না নেওয়া হলে শিক্ষার্থীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও উল্লেখ করেন।  

তাই যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাগুলো নেওয়ার জোড়ালো দাবি জানান শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকালে তাদের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো জিরোপয়েন্ট এলাকা।

মানববন্ধনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের ছাত্র মো. জাকারিয়া, বাংলা বিভাগের আব্দুর রহিম, নওশাদ শেখ শফিকুল ইসলাম, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজর ছাত্র নাদিম সিনহা ও আমান উলাহ আমানসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
এসএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।