ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

নিউজিল্যান্ডে জবি শিক্ষকের আকষ্মিক মৃত্যু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
নিউজিল্যান্ডে জবি শিক্ষকের আকষ্মিক মৃত্যু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মো. বাবর (৩৭) নিউজিল্যান্ডে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

গত ৪ জানুয়ারি তিনি মারা যান।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমি উত্তরার আশকোনায় বাবরের বাসায় এসেছি। এ ব্যাপারে খোঁজ নিচ্ছি। তিনি নিউজিল্যান্ডে পিএইচডি ডিগ্রি করছিলেন।

বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান বলেন, নিউজিল্যান্ডে নিজের এপার্টমেন্টে মারা গেছেন বাবর। কীভাবে মারা গেছেন তা বিস্তারিত জানি না। সকালে তার সুপারভাইজারকে ফোন দিয়ে পাইনি। ধারণা করছি, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

তার মৃত্যুতে জবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ গভীর শোক জানিয়েছেন।

মো. বাবর মৃত্যুকালে মাতা, স্ত্রী এবং তিন বছরের এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।