ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মদের বিষক্রিয়ায় রুয়েট শিক্ষার্থীর মৃত্যু

রাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
মদের বিষক্রিয়ায় রুয়েট শিক্ষার্থীর মৃত্যু

রাবি: মদের বিষক্রিয়ায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মাসরুফ মুহিত (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

রোববার (২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তুহিন এ তথ্য নিশ্চিত করেন।  

মাসরুফ মুহিত যন্ত্রকৌশল বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চাকশা গ্রামে। তিনি রাজশাহী মহানগরীর তালাইমারী মোড়ের বিএসবি ছাত্রাবাসে থাকতেন।

জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তুহিন বাংলানিউজকে বলেন, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে মুহিতকে অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজের ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়।  

দায়িত্বরত চিকিৎসক জানান, মদপানে তার মৃত্যু হয়েছে। তবে ওই শিক্ষার্থী অতিরিক্ত মদপান করে নাকি ভেজাল মদ খেয়ে মারা গেছেন সেটা ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে নগরীর মতিহার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।