ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহীর শিক্ষার্থীদের হাতে নতুন বই

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
রাজশাহীর শিক্ষার্থীদের হাতে নতুন বই

রাজশাহী: করোনার সতর্কতার কারণে বিভাগীয় শহর রাজশাহীতে উৎসব ছাড়াই শুরু হয়েছে বই বিতরণ।  

শনিবার (১ জানুয়ারি) সকালে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সরকারের নির্ধারিত সূচি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বই বিতরণ শুরু হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবে।  

প্রথম দিনে দেওয়া হয় তৃতীয় শ্রেণির বই। পর্যায়ক্রমে ১২ জানুয়ারি পর্যন্ত চলবে এ কার্যক্রম।

এ বছর রাজশাহী জেলায় ৫ লাখ ২০ হাজার ৫১৮ শিক্ষার্থী নতুন বই পাবে। তাদের দেওয়া হবে মোট ৬১ লাখ ১৬ হাজার ২৬৮টি বই।  

শনিবার সকাল থেকে রাজশাহী শহরের বই বিতরণ শুরু হয়। স্বাস্থ্যবিধি মেনে অভিভাবকদের সঙ্গে স্কুলে গিয়ে শিক্ষার্থীরা বই গ্রহণ করে। তবে অনেক স্কুলেই কেবল বাংলা, অঙ্ক ও ইংরেজি বই দেওয়া হয়েছে। অন্য বই ৩ জানুয়ারির পর দেওয়া হবে বলে সংশ্লিষ্ট স্কুল থেকে অভিভাবকদের জানানো হয়েছে।  

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম বাংলানিউজকে বলেন, এ বছর বই বিতরণের অনুষ্ঠানিতা নেই। তবে স্কুলগুলোতে বই বিতরণ চলছে। আজ কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে সবাই বই পাবে।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
এসএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।