ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ভোলায় এসএসসিতে পাসের হার ৮৭.১০ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
ভোলায় এসএসসিতে পাসের হার ৮৭.১০ শতাংশ ভোলায় এসএসসিতে পাসের হার ৮৭.১০ শতাংশ

ভোলা: ভোলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসএসি) পরীক্ষায় পাসের হার ৮৭.১০ শতাংশ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, জেলার ২০০টি বিদ্যালয় থেকে এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১৭ হাজার ৮৭১ জন। এদের মধ্যে মেয়ে ৭ হাজার ৯৮৬ জন এবং ছেলে ৯ হাজার ৮৮৫ জন। মোট পাস করেছেন ১৫ হাজার ৫৬৬ জন। জেলায় শতভাগ পাস করেছেন ৪টি স্কুলের শিক্ষার্থীরা।

ফলাফলের দিক দিয়ে বরিশাল বোর্ডে ভোলা ৫ নম্বরে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।