ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুমিল্লায় পাসের হার ৯৬.২৭ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
কুমিল্লায় পাসের হার ৯৬.২৭ শতাংশ ফাইল ফটো

কুমিল্লা: এসএসসিতে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার ৯৬.২৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৬২৬ জন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।

তিনি জানান, এবার কুমিল্লা বোর্ডে দুই লাখ ১৯ হাজার ৭০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এদের মধ্যে পাস করেন দুই লাখ ১১ হাজার ৫০৩ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৯৫ হাজার ৮৮৯ জন এবং মেয়ে পরীক্ষার্থী এক লাখ ২৩ হাজার ৮১৫ জন। ছেলের তুলনায় মেয়ে বেশি ২৭ হাজার ৯২৬ জন।

বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৪ হাজার, পাস করেন ৫৩ হাজার ৪০২ জন। পাসের হার ৯৮.৮৯ শতাংশ। জিপিএ-৫ পায় ১৩ হাজার ৩৪ জন। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮৬ হাজার ৫৩৫, পাস করেন ৮৩ হাজার ২১৪ জন। পাসের হার ৯৬.১৬ শতাংশ। জিপিএ-৫ পায় ৫০৯ জন। বাণিজ্যে বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭৯ হাজার ১৬৯ জন, পাস করেন ৭৪ হাজার ৮৮৭ হন। পাসের হার ৯৪.৫৯ শতাংশ। জিপিএ-৫ পায় এক হাজার ১০৩জন।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।