ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইবিতে আইকিউএসির প্রশিক্ষণ কর্মশালা

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
ইবিতে আইকিউএসির প্রশিক্ষণ কর্মশালা

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আউটকাম বেসড্ এডুকেশন কারিকুলাম’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে অবস্থিত ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

এ কর্মশালার আয়োজন করে আইকিউএসি।

কর্মশালার প্রথম সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. এম. মনিরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সভাপতি, প্রক্টর অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।

পরবর্তীকালে বেলা ১১টার দিকে টেকনিক্যাল সেশন শুরু হয়। টেকনিক্যাল সেশনে রিসোর্স পারসন অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম বক্তব্য উপস্থাপন করেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।