ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

মাস্টার্স শেষ পর্বের ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
মাস্টার্স শেষ পর্বের ফল প্রকাশ

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ পরীক্ষায় ১৭০টি কলেজের ১ লাখ ৩০ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থী ২৯টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফলে ৮৮ হাজার ৪২৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬৭.৮৪ শতাংশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) সন্ধ্যা ৭টা থেকে এ ফলাফল পাওয়া যাবে।  

মাস্টার্স শেষ পর্বের লিখিত পরীক্ষা গত ২৯ সেপ্টেম্বর শেষ হয়। আর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা গত ৪ নভেম্বর শেষ হয়।  

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১ 
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।