ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এইচএসসি: চাটখিলে ১৪ পরীক্ষার্থী বহিষ্কার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
এইচএসসি: চাটখিলে ১৪ পরীক্ষার্থী বহিষ্কার  ম্যাপ

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় ১৪ জন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।  

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে চাটখিল সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার হলে মোবাইলফোন সঙ্গে রাখার দায়ে তাদের বহিষ্কার করা হয়।

 

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম মোসা এ নির্দেশ দেন। বহিষ্কৃত ১৪ পরীক্ষার্থীরা চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের শিক্ষার্থী।
 
ইউএনও এএসএম মোসা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র এবং ফিন্যান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের পরীক্ষা চলছিল। এ সময় চাটখিল বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে হলে মোবাইল সঙ্গে নিয়ে অংশ নেন ১৪ পরীক্ষার্থী।  

তিনি আরও জানান, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মোবাইল থাকার বিষয়টি টের পেয়ে ১৪ পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার করাসহ মোবাইগুলো জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।