ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

মোনাশ কলেজের স্টাডি সেন্টার স্থাপনে অনুমোদন দেয়নি ইউজিসি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২১
মোনাশ কলেজের স্টাডি সেন্টার স্থাপনে অনুমোদন দেয়নি ইউজিসি

ঢাকা: বাংলাদেশে কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার স্থাপনের অনুমোদন দেয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সোমবার (০৬ ডিসেম্বর) ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের স্টাডি সেন্টার স্থাপনের অনুমতির বৈধতা নিয়ে রিট’ শিরোনামে একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। ‘প্রতিবেদনে অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের স্টাডি সেন্টার স্থাপনে ইউজিসি অনুমোদন দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, প্রতিবেদনে এডুকো বাংলাদেশ লিমিটেডকে (এসটিএস গ্রুপ) অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের স্টাডি সেন্টার স্থাপনেও ইউজিসি অনুমোদন দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ’

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকৃতপক্ষে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেশে কোন বিদেশি বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার স্থাপনের অনুমোদন দেয়নি।

এতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় গত ২৫ ফেব্রুয়ারি ‘মোনাশ কলেজ (অস্ট্রেলিয়া) স্টাডি সেন্টার, বাংলাদেশ’ স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমতি প্রদান করে। এক্ষেত্রে, প্রতিবেদনে ইউজিসি কর্তৃক স্টাডি সেন্টার স্থাপনের অনুমতির বিষয়টি সত্য নয়।

বাংলাদেশ সময়: ০৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
এমআইএইচ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।