ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

এইচএসসি: যশোর বোর্ডে প্রথমদিন অনুপস্থিত ২৯৩

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
এইচএসসি: যশোর বোর্ডে প্রথমদিন অনুপস্থিত ২৯৩ যশোর শিক্ষা বোর্ড

যশোর: যশোর শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রথম দিনে ২৯৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) পদার্থ বিজ্ঞান বিষয় দিয়ে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে।


 
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র বাংলানিউজকে বলেন, যশোর শিক্ষা বোর্ডের অধীনে পদার্থ বিজ্ঞান বিষয়ে ১৯ হাজার ৪৮৪ জন পরীক্ষার্থী ছিল। পরীক্ষায় অংশ নিয়েছে ১৯ হাজার ১৯১ জন। অনুপস্থিত ছিল ২৯৩ জন। এর মধ্যে খুলনায় ৫৮, বাগেরহাটে ২৩, সাতক্ষীরায় ৪৪, কুষ্টিয়ায় ৩৮, চুয়াডাঙ্গায় ১১, মেহেরপুরে ১৫, যশোরে ৫৬, নড়াইলে ৭, ঝিনাইদহে ২৭ ও মাগুরায় ১৫ জন রয়েছে।  

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও জানান মাধব চন্দ্র রুদ্র।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
ইউজি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।