ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বকশীগঞ্জে ৫ শিক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
বকশীগঞ্জে ৫ শিক্ষার্থী বহিষ্কার

জামালপুর: অসদুপায় অবলম্বনের দায়ে জামালপুরের বকশীগঞ্জে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) কেন্দ্র পরিদর্শনে গিয়ে তাদের বহিষ্কার করা হয়।

সূত্র জানায়, অসদুপায় অবলম্বনের দায়ে উপজেলার রাহিলা কাদির স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে চার জনকে বহিষ্কার করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা। একই কেন্দ্রে আরেক শিক্ষার্থীকে বহিষ্কার করেন সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস।

ইউএনও মুন মুন জাহান লিজা বহিষ্কারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।