ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবিতে জিল্লুর রহিম রিসার্চ ল্যাবরেটরি উদ্বোধন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
রাবিতে জিল্লুর রহিম রিসার্চ ল্যাবরেটরি উদ্বোধন

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রসায়ন বিভাগের প্রয়াত অধ্যাপক জিল্লুর রহিমের নামে রিসার্চ ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে কুদরত-ই-খুদা একাডেমিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে ল্যাবরেটরির উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কোনো শিক্ষকের কাছে একটি দেশ দুইভাবে ঋণী থাকে। একটি হলো তার শিক্ষার ঋণ, অন্যটি হলো শিক্ষার ফলে দেশে ছড়িয়ে পড়া সমৃদ্ধি। অধ্যাপক জিল্লুর রহিমের ঋণ শোধ করা যাবে না। তিনি অসম্প্রদায়িক লোক ছিলেন। অনেক পিএইচডি গবেষণার সুপারভাইজার ছিলেন। স্বাধীনতার পক্ষে কথা বলে জীবন বিপন্ন করেছিলেন।

রসায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের অধ্যাপক ড. হাসান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য ড. চৌধুরী মো. জাকারিয়া ও ড. মো. সুলতান-উল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন অধ্যাপক জিল্লুর রহিমের সন্তান ড. মারুফুর রহিম ও মেহেরুন নেছা।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।