ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

৪০ বছরে গণবিশ্ববিদ্যালয়

সাভার প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১২

সাভার : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে গণবিশ্ববিদ্যালয়ের ৪০ বছর পূর্তি অনুষ্ঠান। এ উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে কর্তৃপক্ষ।



শনিবার সকালে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র চত্বরে প্রথম দিনের অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়েছে।  

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে অনন্য অবদানের জন্য ৩৩ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা ও উপহার দেওয়া হয়।

এ উপলক্ষে ‘স্বাধীনতার ৪০ বছরে অর্জন, চ্যালেঞ্জ ও সম্ভবনা, রাজনীতিবিদদের চিন্তভাবনা’ শীর্ষক মুক্ত আলোচনার আয়োজন করা হয়।

আলোচনায় অংশ নেন নোবেল পুরষ্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, স্যার ফজলে হাসান আবেদ, ডা. জাফরুল্লাহ্ চৌধুরী ও ড. হোসেন জিল্লুর রহমান।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার বক্তব্যে বলেন, ‘সকলের সহযোগিতায় ৪০ বছরে আমাদের দ্রুত পরিবর্তন হয়েছে। বিশেষ করে নারীর ক্ষমতায়ন এবং পোশাক শিল্পের উন্নয়ন উল্লেখযোগ্য। ’

বাংলাদেশ সময় : ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।