ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবির সমকাল নাট্যচক্রের সভাপতি সাজু, সম্পাদক তারেক

রাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
রাবির সমকাল নাট্যচক্রের সভাপতি সাজু, সম্পাদক তারেক সাজু সরদার (সভাপতি ) ও তারেক মাহমুদ (সাধারণ সম্পাদক)

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্য সংগঠন সমকাল নাট্যচক্রের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।  

বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাজু সরদারকে সভাপতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তারেক মাহমুদকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়েছে।

 

শনিবার (২৭ নভেম্বর) বিকেলে সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এমএ হাদি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷ 

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শুক্রবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে সমকাল নাট্যচক্রের নিজস্ব মহড়া কক্ষে বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সুশান্ত সরকার, সাংগঠনিক সম্পাদক ইমন ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমএ হাদি, অর্থ সম্পাদক জেসমিন জেবা, দপ্তর, শিক্ষা গবেষণা ও তথ্য সম্পাদক হাবিবুর রহমান বাপ্পী।

১৯৮১ সালের ২৫ নভেম্বর রাবি সমকাল নাট্যচক্র যাত্রা শুরু করেছিল।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।