ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়

খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে মেমি-জলি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে মেমি-জলি ওয়ারেন্নেসা মেমি ও সাজেদা আক্তার জলি।

ইবি: বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ওয়ারেন্নেসা মেমিকে সভাপতি ও আইন বিভাগের শিক্ষার্থী সাজেদা আক্তার জলিকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটি।

শনিবার (২৭ নভেম্বর) বিকেলে হলের প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মণ্ডলের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী এক বছর তারা এ দায়িত্ব পালন করবেন।

২০২১-২২ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ফাতেমা খাতুন ও পপি আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক হায়াতে জান্নাত, সাংগঠনিক সম্পাদক ফাতিমাতুজ্জোহরা ইরানী, কোষাধ্যক্ষ মারিয়া জামান এশা ও দপ্তর সম্পাদক জান্নাতুল ইসবা বীথি।

১৫ সদস্য বিশিষ্ট এ কমিটির প্রচার সম্পাদক পদে ফাতিমাতুজ্জোহরা, সাংস্কৃতিক সম্পাদক পদে অনুভা রাণী, পাঠাগার সম্পাদক পদে শাম্মী আক্তার জাসিয়াহ্, প্রকাশনা সম্পাদক পদে নাফিসা তাবাসসুম তিশা, সাহিত্য সম্পাদক পদে শেখ ফারহা শারমিন বিন্দু, বিতর্ক গবেষণা সম্পাদক পদে তাজমিন রহমান ও কার্যনির্বাহী সদস্য পদে তৌহিদা তাইফা মনোনীত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।