ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সাগর-রুনি হত্যায় ঢাবি সাংবাদিক সমিতির নিন্দা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২

ঢাবি: মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি দম্পতি হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

রোববার সমিতির সভাপতি হাসান নিটোল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাগর স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, শনিবার রাজধানীর পশ্চিম রাজাবাজারে দেশের প্রথিতযশা সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি দম্পতি হত্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।



শোকবার্তায়  আরও বলা হয়, সম্প্রতি সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও খুনের ঘটনায় আমরা উদ্বিগ্ন।

সাংবাদিক সমিতি অবিলম্বে সাগর ও রুনির খুনিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।