ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জবিতে স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরু

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১২
জবিতে স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরু

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ক্লাস বুধবার শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয় সুত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগে একযোগে সকাল ১০টায় পরিচিতির মধ্য দিয়ে ক্লাস শুরু হয়।

সব বিভাগের হলরুমে এ ক্লাসের আয়োজন করা হয়। নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়ার জন্য বিভিন্ন বিভাগে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

পরে সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়মিত ক্লাসের সূচী ও ১ম সেমিস্টারের সিলেবাস দেয়া হয়।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের যাতে সময় অপচয় না হয় এজন্য  ক্লাস পরীক্ষা যথাযথ ভাবে নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘন্টা, ফেব্রুয়ারি ১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।