ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বান্দরবান সরকারি কলেজের শিক্ষকরা পেলেন বাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, মার্চ ১, ২০২১
বান্দরবান সরকারি কলেজের শিক্ষকরা পেলেন বাস বাস পেলেন বান্দরবান সরকারি কলেজের শিক্ষকরা। ছবি: বাংলানিউজ

বান্দরবান: যাতায়াতের সুবিধার লক্ষ্যে বান্দরবান সরকারি কলেজে শিক্ষকরা পেলেন এক বাস।

সোমবার (০১ মার্চ) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাস উদ্বোধন করেন।

 

এ সময় বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মকছুদুল আমিন, উপাধ্যক্ষ প্রফেসর মো. নুরুল মোমেন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক বিজয় ভৌমিক, রসায়ন বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. মের্শেদ আলীসহ সরকারি কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বান্দরবান সরকারি কলেজ কর্তৃপক্ষ বাংলানিউজকে জানান, ১৯৮৫ সালে বান্দরবান  সরকারি কলেজের জন্য একটি বাস কেনা হয়, কিন্তু ২৪ বছর চলাচল করার পর ২০০৯ সাল থেকে বাসটি নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে বাসটি পুনরায় সংস্কার করে ব্যবহার উপযোগী করে শিক্ষকদের যাতায়াতের জন্য চালু করা হলো।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।